করোনা ভাইরাস এবং বাংলাদেশ | কি হচ্ছে এখন বাংলাদেশে? -
![]() |
করোনা ভাইরাস বাংলাদেশ |
মৃত্যুর সংখ্যা ২৭ জন। সুস্থ হয়েছে ৩৩ জন এবং চিকিৎসারত আছে ৩৬৪ জন। এর মধ্যে ঢাকায় ২৩৬ জন এবং নারায়নগঞ্জে ৭৫ জন সহ বিভিন্ন যায়গা থেকে আক্রান্তদের শনাক্ত করা হয়েছে। প্রতিদিনের লাইভ আপডেট দেখতে এখানে ক্লিক করুন
২৭অসচেতনতার কারনে দিন দিন বাংলাদেশ পরছে ঝুকির মুখে। যতই দিন যাচ্ছে ততই বারছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই কয়েকটি জেলায় ছরিয়ে পরেছে করোনা ভাইরাস। আর যেখানেই বারছে আক্রান্তের সংখ্যা সেখান থেকেই ভয়ে পালিয়ে যাচ্ছে প্রতিবেশীরা বিভিন্ন যায়গায়। এতে করে আক্রান্তের সংখ্যা বারতে পারে আরো। এদিকে করোনায় আক্রান্তদের মধ্যে অনেকেই পালিয়ে গিয়েছে হাসপাতাল থেকে এবং অনেকেই দিচ্ছে আত্তহত্যার হুমকি। পালিয়া যাওয়া করোনা আক্রান্তদের এদিক সেদিক যাওয়ার কারনে আরো আক্রান্ত হতে পারে তার আসেপাশের লোকজন। তাই বাসা থেকে বের না হওয়ার অনুরোধ যানাচ্ছেন বিশেষজ্ঞরা। অনেকে আবার পরিক্ষা করার পরে রিপোর্ট পাওয়ার আগেই পালিয়ে যাচ্ছে ভয়ে। যে হারে আক্রান্তের সংখ্যা বারছে তাতে হিমসিম খাচ্ছে চিকিৎসকরা।
করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় -
![]() |
করোনা থেকে বাঁচতে |
এর থেকে বাঁচার জন্য একমাত্র উপায় সচেতনতা তাই ঘরে থাকুন। পরিস্কার পরিচ্ছন্ন থাকুন সাবান পানি দিয়ে বার বার হাত ধুয়ে নিন। মনে রাখবেন আপনার অসচেতনতার কারনে আক্রান্ত হতে পারে আপনার পরিবার সহ আসেপাশের লোকজন। মাস্ক ব্যাবহার করুন এবং হাচি কাশি দেয়ার সময় মুখ নাক ঢেকে নিন। যেখানে সেখানে থুথু ফেলবেন না। অতিরিক্ত পানি খাবেন।
0 Comments