এসএসসি রেজাল্ট ২০২০ কবে প্রকাশিত হবে? কিভাবে দেখবেন :
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা শিক্ষা বোর্ডের থেকে ফল প্রকাশের তারিখ জানা গেছে। তবে দেশে যেহেতু বর্তমানে করোনা ভাইরাসের মহামারি দেখা দিয়েছে তাই এই পরিস্থিতির উপরেও নির্ভর করবে নির্ধারিত দিনে ফল প্রকাশ হবে কি না। আপনাদের অবশ্যই মনে আছে যে গত বছর এস এস সি পরিক্ষা শুরু হয় ফেব্রুয়ারীর ২ তারিখ এবং শেষ হয় ফেব্রুয়ারীর ২৬ তারিখে আর ফল প্রকাশিত হয়েছিল ৬ই মে। এবং এর আগের বছর অর্থাৎ ২০১৮ সালেও এস এস সি পরিক্ষা শুরু হয় ফেব্রুয়ারীর ২ তারিখ এবং শেষ হয় ফেব্রুয়ারীর ২৬ তারিখ এবং ফল প্রকাশিত হয় ৬ই মে। তবে এবার ঢাকা
সিটি কর্পারেসন নির্বাচনের কারনে এস এস সি ও সমমানের পরিক্ষা যেহেতু এক দিন পিছিয়ে শুরু হয়েছিল তাই এবার ফল প্রকাশও হবে এক দিন পরে অর্থাৎ আগামী ৭ই মে । তবে করোনা ভাইরাসের পরিস্থিতি যদি বাংলাদেশে অবনতি হয় তাহলে ফল প্রকাশ পিছিয়ে যেতে পারে। শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা শিক্ষা বোর্ডের থেকে ফল প্রকাশের তারিখ জানা গেছে। তবে দেশে যেহেতু বর্তমানে করোনা ভাইরাসের মহামারি দেখা দিয়েছে তাই এই পরিস্থিতির উপরেও নির্ভর করবে নির্ধারিত দিনে ফল প্রকাশ হবে কি না। আপনাদের অবশ্যই মনে আছে যে গত বছর এস এস সি পরিক্ষা শুরু হয় ফেব্রুয়ারীর ২ তারিখ এবং শেষ হয় ফেব্রুয়ারীর ২৬ তারিখে আর ফল প্রকাশিত হয়েছিল ৬ই মে। এবং এর আগের বছর অর্থাৎ ২০১৮ সালেও এস এস সি পরিক্ষা শুরু হয় ফেব্রুয়ারীর ২ তারিখ এবং শেষ হয় ফেব্রুয়ারীর ২৬ তারিখ এবং ফল প্রকাশিত হয় ৬ই মে। তবে এবার ঢাকা সিটি কর্পারেসন নির্বাচনের কারনে এস এস সি ও সমমানের পরিক্ষা যেহেতু এক দিন পিছিয়ে শুরু হয়েছিল তাই এবার ফল প্রকাশও হবে এক দিন পরে অর্থাৎ আগামী ৭ই মে । তবে করোনা ভাইরাসের পরিস্থিতি যদি বাংলাদেশে অবনতি হয় তাহলে ফল প্রকাশ পিছিয়ে যেতে পারে। কেননা করোনার কারনে সরকার বিশেষ ছুটি ঘোষণা করেছে। মূলত এই ছুটির কারনে শিক্ষা বোর্ড সহ প্রায় সব কিছুই বন্ধ।
Ssc Result দেখার নিয়ম :
রেজাল্ট পাবলিশ হলে যেভাবে রেজাল্ট দেখবেন -
এসএসসি রেজাল্ট দেখতে এই ওয়েবসাইটে ভিজিট করুন http://www.educationboardresults.gov.bd
অথবা : https://eboardresults.com
এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম :
এসএসসি রেজাল্ট এর জন্য sms এর মাধ্যমেজানার নিয়ম এবং দাখিল (Dakhil) ফলাফল এর জন্য sms এর মাধ্যমে জানার নিয়ম -
SSC <space> 1st three letters of Education Board Name <space> Roll <space> Year লিখে সেন্ড করুন 16222 নম্বরে
DAKHIL<space> MAD <space> Roll <space> Year লিখে সেন্ড করুন 16222 নম্বরে
0 Comments