কফিন নিয়ে নাচতে থাকা লোকগুলো কারা? এবং নাচার কারন কি?
![]() |
coffin dance |
করোনা ভাইরাসে প্রতিনিয়ত অনেক মানুষ মারা যাচ্ছে আর এই সময় মানুষেকে ইন্টারটেইন করছেন এই ব্যক্তিরা। কফিন নিয়ে নাচতে থাকা এই ব্যক্তিরা ঘানাতে বসবাস করেন। এবং ঘানাতে বেনজমিন নামে একটি কম্পানি রয়েছে যেখানে তাদের কাজ হচ্ছে কফিন বহন করা এবং এই কাজ গুলি এই কম্পানিটি করে থাকে। এখন কথা হচ্ছে এরা কফিন নিয়ে ডান্স করে কেন? এরা কি মানুষের মৃত্যুতে খুশি হয়? আসলে বিষয়টি হচ্ছে এটি কোন পুরানো ইতিহাস না। এটি কিছু বছর আগে শুরু হয়েছে ঘানাতে। কিছু বছর আগে ঘানার এই কম্পানিটির এটি একটি আইডিয়া ছিল। সাধারণত মানুষের মৃত্যুর সময় সবাই অনেক দুখি হয়। এবং পরিবারের আপনজন সহ সবাই অনেক কষ্ট পায়। কিন্তু কিছু মানুষ ভাবে তারা তাদের আপনজনকে খুশিতে বিদায় দিতে চায়। আর তাদের শেষ যাত্রা আনন্দের সাথে শেষ করতে চায়। যাতে তাদের আত্তা আনন্দের সাথে পৃথিবী ছেড়ে যেতে পারে। এই জন্য ঘানাতে এই কাজটি করা হয়েছে। ঘানাতে বেঞ্জামিন নামের এই কম্পানিটির লোকেরা অনেক মৃত্যু যাত্রায় যেত। এর ফলে তাদের অনেক ডিমান্ড আসতে শুরু করে। এবং আপনারা যে ভিডিওটি সোস্যাল মিডিয়াতে দেখেন, সেটি এক মহিলার মায়ের মৃত্যু হয়েছিল। এবং তার মা চেয়েছিল যখন তার মৃত্যু হবে সবাই যেন তার মৃত্যুতে দুখি না হয়। তার মৃত্যুতে যেন সবাই আনন্দ করে। আর এই কারনে তারা এই কম্পানিটিকে হায়ার করে এনেছিলেন এবং তাদেরকে এই সার্ভিসটি দিয়েছিল। এরপর কিছু আমেরিকান ব্লোগার ছিল যারা এই ইভেন্টটি দেখেছিল এবং তারা এটি ভিডিও করেছিল আর তখনই এটি ভাইরাল হয়ে যায় । এবং এই ভিডিওর সাথে যে মিউজিকটি চলে সেই মিউজিকটির নাম হচ্ছে astronomia.
0 Comments