ছবিটি ফেইসবুকে ভাইরাল হয় এবং তার সাথে বলা কিছু কথাঃ
আমরা প্রতিদিন অনেক কিছুই দেখে থাকি। অসহায় মানুষের ভিড়ে এমন হাজার হাজার মানুষ আছে যাদের কষ্ট কাওকে বলার মত নয়। এমনই একজন বাবা ফ্ল্যাক্স হাতে চা বিক্রি করেন এখনো। লোকটার বয়স বলল ৯৭ বছর! গ্রামের বাড়ি ময়মনসিংহ। একসময় মসজিদের ইমাম ছিলেন। বয়সের কারণে মসজিদ কমিটি তাকে অব্যহতি দিয়েছেন।
পরিবারের সদস্যদের কথা জিগ্যেস করলে বলেন,
"আমরা বুড়া-বুড়ি দুজন।"
ছেলেমেয়েদের কথা জানতে চাইলে এড়িয়ে যান। বলেন আছে তারা তাদের মত !
দৈনিক তার বিক্রয় হয় সর্বোচ্চ ৪০ কাপ। উত্তরার আশেপাশে ঘুরে ঘুরে ফ্ল্যাক্স হাতে চা বিক্রি করে। এই বয়সেও হাত পাতেন না কারো কাছে। বেঁচে থাকার জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছেন এভাবেই! তাদের মত হাজারো অসহায় মানুষ ঘুরে বেরাচ্ছে। তাদের দেখলে অন্তত এক কাপ চা খাবেন।
0 Comments