বিনোদন ২৪ঃ
গতকাল ফেইসবুকে ভাইরাল হওয়া একটি পোস্টে চোখ আটকে যায়। যেখানে এমন এমন একটি বেপারে লেখা ছিল যা দেখে হাসি পেলেও ব্যাপারটা মোটামুটি অনেকদূর গড়িয়েছে বলে জানাযায়।
ঘটনাটি নোয়াখালীতে ঘটেছে গত বুধবার দুপুরের খাবার খেতে আসে দিনমজুর কাজ করা মোতালেব মিয়া। সারাদিন কাজ করে খুবই ক্লান্ত ছিল সে। প্রতিদিনের মই খেতে বসে কিন্তু কিছুক্ষন পড়েই স্ত্রীর চিতকার শুনে লোকজন জরো হয়ে যায়।
মারধর করে পালিয়েছে মোতালেব মিয়া। এর কারন জানতে চাইলে তার স্ত্রী বলেন এমন প্রায়ই মারধর করত তাকে। তরকারিতে লবন কম বা বেশি হলেই মারধর শুরু করে তাকে।
ঘটনার কয়েকঘন্টা পড়ে মোতালেব মিয়ার শশুর বাড়ির লোকজনও চলে আসে বাড়িতে কিন্তু গত বুধবারের পর থেকেই নিখোঁজ মোতালেব মিয়াকে এখনও পাওয়া যায়নি বলে জানাযায়।
তার স্ত্রীর কাছে এবারে জানতে চাইলে তিনি বলেন আগেও অনেক অনেক হয়েছে কিছুদিন পরে সব কিছু সাভাবিক হলে আবার চলে আসবে।
(কালেক্টেড -ফেসবুক)
0 Comments