সবার জন্য বৃত্তি:
আগামি ১৫ মার্চ ২০২১পর্যন্ত সময়
সকল শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে হলে যা করতে হবেঃ
যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীগণ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ হতে প্রকাশিত বিশেষ অনুদানের আবেদন করতে ইচ্ছুক তারা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এর ওয়েবসাইট এর মাধ্যমে আবেদনের লিংক সমুহ সংগ্রহ করে আগামী ১০/০৩/২০২১ইং তারিখের মাঝে আবেদন করতে পারবেন।
আবেদনের লিংক-১ঃ https://eksheba.gov.bd
অথবা
আবেদনের লিংক-২ঃ http://www.tmed.gov.bd
অথবা
আবেদনের (ছাত্র-ছাত্রীদের জন্য) লিংক-৩ঃ https://eksheba.gov.bd/service/?id=BDGS-1611120463
বিঃদ্রঃ এন্ড্রয়েড ফোন দিয়ে আবেদন করতে ব্যবহৃত ব্রাউজারট ডেস্কটপ মোড করে নিবেন।
প্রনোদনার জন্য যারা আবেদন করতে পারবেন যারাঃ
(ক) ছাত্র-ছাত্রী
(খ) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী
(গ) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান
আবেদন করতে যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র লাগবেঃ
(ক) ছাত্র-ছাত্রীঃ প্রতিষ্ঠান প্রধান/ বিভাগীয় প্রধানের প্রত্যয়ন পত্র
(খ) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীঃ চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ডাক্তারী সনদের কপি প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত*
(গ) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানঃ ম্যানেজিং কমিটি/গর্ভনিং বডির প্রত্যায়নপত্র
সূত্রঃ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ অফিসিয়াল ওয়েবসাইট
0 Comments